প্রধান শিক্ষকের বাণীঃ বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় ঐতিহাসিক নাটোর জেলার অন্যতম বিদ্যাপীঠ বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় বড়াইগ্রাম থানা সদরের প্রানকেন্দ্র বড়াইগ্রামে আবস্থিত। প্রতিষ্ঠাকালঃ ১৯৫৭ ইং সংক্ষিপ্ত ইতিহাস ১৯৫২ সালে ‘লক্ষ্মীকোল পাবলিক উচ্চ বিদ্যালয়’ নামে উচ্চ বিদ্যালয়টির যাত্রা শুরম্ন। কিছু দিন পর একজন প্রধান শিক্ষক নিয়োগ করা হয় যিনি বি.এ. পরীক্ষা দিয়ে দ্বায়িত্ব নেন। পাশ করার পর তিনি চলে যান। পরবর্তিতে সিরাজগঞ্জের জনাব মোঃ জনাব আলী বি. এ. পস্ন্যাকড প্রধান শিক্ষক পদে যোগ দেন। তারপর প্রধান শিক্ষক পদে যোগ দেন নিশ্চিমত্মপুরের জনাব মোঃ ইসহাক বিন হায়দার বি.এ.। এরই মধ্যে বিদ্যালয় নবম শ্রেণি পর্যমত্ম উন্নীত হয়। এর পর রিকগনিশানের ব্যবস্থা করতে না পারায় এবং প্রধান শিক্ষক জনাব মোঃ ইসহাক বিন হায়দার সাহেব চলে যাওয়ায় ছাত্ররা দশম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় অন্যত্র চলে যায়। ফলে বিদ্যালয়টি আবার এম.ই. স্কুলে পরিনত হয়। অন্ধকারে আলোর দিশারী অদম্য সিংহ পুরম্নষ মোটেই হতোদ্যম হননি। ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি এ মন্ত্রে উজ্জিবিত হয়ে পূনরায় মরহুম সৈয়দ আকন্দ আই. এ. সাহেব প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে ‘বড়াইগ্রাম উচ্চ বিদ্যালয়’ নামে বিদ্যালয়টি পূনরায় চালু করেন। তাঁর সাথে জনাব মোঃ জমির উদ্দিন মন্ডল সহ অন্যন্য সকল উদ্যমী ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। সৈয়দ আকন্দ স্যার একা নাপেরে উঠায় নাটোরের জনাব মোঃ আশরাফুল ইসলাম সাব কে হাই সেকসনে প্রধানের দায়িত্ব দেন। জনাব আশরাফুল চলে গেলে এর পর প্রধান শিক্ষক হিসেবে আসেন ধারাবারিশার জনাব মোঃ আলী আজগর ও মশিন্দার জনাব মোঃ আব্দুস সাত্তার। ইতিমধ্যে সেক্রেটারী পদে আসেন প্রয়াত সতীশ চন্দ্র চক্রবর্তী। এর পর শক্ত হাতে হাল ধরেন অত্যমত্ম বিচক্ষণ, প্রাজ্ঞ, দৃঢ়চিত্ত, কর্মঠ,দায়িত্বে অবিচল, অগ্নীপূরম্নষ, আলহাজ্ব জনাব এম. এ. বারী এম.এ,বি-এড. । তাঁর দক্ষ পরিচালনায় বড়াইগ্রাম উচ্চ বিদ্যালয়টি আজকের এ অবস্থায় পৌঁছে। যা শুধু বড়াইগ্রামেই নয় নাটোর জেলায় অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে পরিগনিত হয়েছে। এটি বড়াইগ্রাম উপজেলার প্রথম স্বীকৃত উচ্চ বিদ্যালয়। যা বর্তমানে ‘বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়’ নামে পরিচিত।